Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সর্বাত্মক সহযোগিতা করেছি গণস্বাস্থ্যকে, এখনো করতে প্রস্তুত’


২৭ এপ্রিল ২০২০ ১৫:৫৩

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণে গণস্বাস্থ্যের উদ্ভাবিত পরীক্ষা টেস্ট কিট নিয়ে প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতা আগেও করা হয়েছে। এখনো তাদের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানটির মিডিয়া সেল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহর করা সংবাদ সম্মেলনের বিষয়ে উল্লেখ করে মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, উনি বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের ওষুধ প্রশাসনকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমি অতি বিনয়ের সঙ্গে বলতে চাই, আমাদের দেশের এই মুহূর্তে প্রত্যেক মানুষের সহযোগিতা খুব দরকার। সবার, তাদেরও দরকার। গণস্বাস্থ্যের সহযোগিতা আমাদের দরকার। সবাই মিলে আমাদের সমস্যা সমাধান করতে হবে।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের সক্ষমতা নেই এটা বলছে না সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কাজ করে তারা সফল হলে সরকার তাদের স্বাগত জানানো হবে।

তিনি আরও বলেন, বিশ্বের কোনো দেশেই করোনাভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত র‌্যাপিড কিট অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ কারণেই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট গ্রহণ করেনি সরকার।

কীটের উদ্ভাবক দাবি করেছেন ঔষধ প্রশাসন কখনো ঘুষের বিষয়টি তুলেননি অথচ জাফরউল্লাহ ঘুষের কথা বলেছেন বলেও উল্লেখ করেন মেজর জেনারেল মাহবুবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, যদি অযাচিতভাবে অসত্য তথ্য উপস্থাপন করে মানুষকে তথা প্রতিষ্ঠানকে হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা চালানো হয়, সেটি অত্যন্ত দুঃখজনক। এটি আমি প্রত্যাখ্যান করছি। আমি অনুরোধ করব, এ ধরনের অপপ্রচার যাতে না চালানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ প্রসঙ্গে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক বলেন, তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তার কাছ থেকে আরও বিজ্ঞানভিত্তিক, সৌজন্যমূলক দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা আশা করব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মিডিয়া সেলের প্রধান ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানসহ অনেকে।

ওষুধ কিট গণস্বাস্থ্য টপ নিউজ প্রসাশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর