Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস: বিশ্বে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে


২৭ এপ্রিল ২০২০ ১৫:৪৩ | আপডেট: ১৭ মে ২০২০ ২১:০১

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্তের মোট সংখ্যা ৩০ লাখ ছাড়িয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় বেলা তিনটায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ চার হাজার ১২০ জনে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

এর আগে, বিশ্বের ২১০ দেশ ও অঞ্চল এবং তিনটি প্রমোদতরীতে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ওই ভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুই লাখ সাত হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে। তবে, চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন আট লাখ ৮২ হাজার ৭৭২ জন।

বিজ্ঞাপন

এদিকে, ৩০ লাখ আক্রান্তের মধ্যে সন্তোষজনক অবস্থায় রয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ৫৯৯ জন এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছে ৫৭ হাজার ৬৩০ জন।

অন্যদিকে, আক্রান্তের সংখ্যায় একক রাষ্ট্র হিসেবে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৭ হাজার ৩২২ জন। মহাদেশ হিসেবে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে ইউরোপ।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে বাংলাদেশে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯১৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন।

করোনা: লাইভ আপডেট

ওয়ার্ল্ডোমিটার কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর