Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর লকডাউন, জেলায় মোট করোনা আক্রান্ত ৩৪ জন


২৭ এপ্রিল ২০২০ ১৫:২৯

যশোর: অনির্দিষ্টকালের যশোর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গতকাল সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।

এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৪ জনের।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই পুলিশ তৎপর রয়েছে শহরের গুরুত্বপূর্ণ স্থানে। অপ্রয়োজনীয় চলাচলকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির সংখ্যাও কমেছে শহরে। অবশ্য বাজারঘাটে মানুষের উপস্থিতি রয়েছে প্রচুর। পুলিশের বাধার মুখেও কিছু মানুষ অপ্রয়োজনীয় চলাচল করছে বলেও জানিয়েছে কেউ কেউ।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোরসহ বিভিন্ন আজকের ফলাফলে ৭৮টি নমুনার মধ্যে ১১টিতে করোনার জীবাণু পাওয়া গেছে। ১১ করোনার রোগীর মধ্যে যশোর জেলার চারজন রয়েছে। এ নিয়ে যশোরে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৩৪ জন।

করোনাভাইরাস যশোর লকডাউন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর