Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন আক্রান্ত ৪৯৭, মারা গেছেন আরও ৭ জন


২৭ এপ্রিল ২০২০ ১৪:৫৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৫:০৬

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৪৯৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৯১৩ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন মোট ১৫২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ জন।

করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক ডা. নাসিমা সুলতানা সোমবার (২৭ এপ্রিল) এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮১২টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ১৯২টি নমুনা। নমুনা সংগ্রহের হার ১৩.৯১ শতাংশ বেশি পাশাপাশি নমুনা পরীক্ষার হার প্রায় ১০ শতাংশ বেশি।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৮১২টি। এর মধ্যে পরীক্ষা হয়েছে ৩ হাজার ১৯২টি নমুনা। নমুনা সংগ্রহের হার ১৩.৯১ শতাংশ বেশি পাশাপাশি নমুনা পরীক্ষার হার প্রায় ১০ শতাংশ বেশি।

এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৫০ হাজার ৪০১টি।

ডা. নাসিমা সুলতানা জানান, মৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন নারী। পাঁচজনের বাড়ি ঢাকায়, ঢাকার বাইরে দুইজন রয়েছেন। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে যার বয়স ১০ বছরের নিচে।

গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৫ জনকে। এ পর্যন্ত আইসোলেশনে আছেন ১২২০ জন।

গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ২৯ জনকে। হোম কোয়ারেনটাইন থেকে ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৭৩৮ জন।

ব্রিফিংয়ে জানানো হয়, এ পর্যন্ত ৬০ জেলায় করোনাভাইরাসের বিস্তার ঘটেছে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, সাতক্ষীরা ও নাটোরে এখনও সংক্রমণ হয়নি।

বিজ্ঞাপন

এছাড়া নতুন আক্রান্ত জেলা হলো ঝিনাইদহ।

ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা হলো রাজারবাগ, যাত্রাবাড়ী, লালবাগ, মোহাম্মদপুর, মিরপুর ১৪, শাহবাগ, ওয়ারী, কাকরাইল, উত্তরা।

করোনা ব্রিফিং করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর