Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২ রিকশা চোর গ্রেফতার


২৭ এপ্রিল ২০২০ ১৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দুই রিকশা চোরকে গ্রেফতার করেছে খুলশি থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নগরীর পাহাড়তলী পুলিশ বিটের পেছনের একটি গ্যারেজ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ওই গ্যারেজ থেকে ১৮টি চোরাই রিকশা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

গ্রেফতার দু’জন হলেন- জয়নাল আবেদিন (৫৫) ও আবুল হোসেন (৫০)।

খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘দুই জন পেশাদার রিকশাচোর। তারা যাত্রীবেশে রিকশায় ওঠে। নির্জন স্থানে গিয়ে টাকা দিয়ে রিকশাওয়ালাকে সিগারেট আনতে পাঠায়। এরপর রিকশা নিয়ে চম্পট দেয়। রঙ পরিবর্তন করে সেই রিকশা বিক্রি করে দেয়।’

ওসি আরও জানান, জয়নাল আবেদিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রিকশা চুরির ৫টি মামলা আছে। তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পাহাড়তলী পুলিশ রিকশাচোর