Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিত্তশালীদের নাই নাই চাই চাই ভাবটা সবসময় থেকে যায়: প্রধানমন্ত্রী


২৭ এপ্রিল ২০২০ ১২:০৩

ঢাকা: করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অসহায় মানুষের জন্য ভিক্ষাবৃত্তি করে নিজের জমানো দশ হাজার সহযোগিতার জন্য বাড়িয়ে দিয়ে ভিক্ষুক নাজিম উদ্দিন সারাবিশ্বে একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এত বড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি, অনেক বিত্তশালীরা হা হুতাশ করেই বেড়ায়। তাদের ঘরে নাই নাই অভ্যাসটা যায় না। তাদের চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, এ‘কটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে আপনারা দেখেছেন যে, একজন ফকির ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। একসময় কৃষি কাজ করত। অ্যাক্সিডেন্ট করে তার পা-টা ভেঙে যায়। তারপর আর কাজ করতে পারেনি। ভিক্ষা করে। এভাবে ভিক্ষা করে করে মাত্র দশ হাজার টাকা সে জমা করেছিল। তার থাকার ঘরটা ঠিক করবে। তার একটা মাত্র পাঞ্জাবি, ছেঁড়া কাপড় গায়ে। তার খাবারও ঘরে ঠিকমতো নেই।’

‘কিন্তু তারপরও সে মানুষটা সেই জমানো দশটি হাজার টাকা সে তুলে দিয়েছে করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত তাদের সাহায্যের জন্য। আমি মনে করি, সারাবিশ্বে একটা দৃষ্টান্ত তিনি সৃষ্টি করেছেন।এতো বড় মানবিক গুণ আমাদের অনেক বিত্তশালীর মাঝেও দেখা যায় না। কাজেই একজন নিঃস্ব মানুষ। যার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে-ওই টাকা দিয়ে আরও দুইটা জামা কিনতে পারত, ঘরে আবার খাবার কিনতে পারত বা এই করোনাভাইরাসের কারণে তার যে অসুবিধা তার জন্য চিন্তা করতে পারত। কোনো চিন্তা সে করেনি। আর এ অবস্থায় তো ঘুরে ঘুরে ভিক্ষা পাওয়াও তার মুশকিল। সেটাও সে করে নাই। তারপরও সে চিন্তা করে নাই। কিন্তু তার সেই শেষ সম্বলটুকু সে দান করে গেছে। এটি একটা মহৎ উদারতা দেখালেন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু এখনো এই মানবিক বোধটা আছে। কিন্তু সেটা আমরা পাই কাদের কাছে? যারা নিঃস্ব তাদের কাছে। অনেক সময় দেখি, অনেক বিত্তশালীরা হা হুতাশ করেই বেড়ায়। কিন্তু তাদের ঘরে নাই নাই, অভ্যাসটা যায় না। তাদের ওই চাই চাই ভাবটাই সবসময় থেকে যায়। আমি মনে করি, এই যিনি এটা করলেন শেরপুর উপজেলায় ঝিনাইগাতি একটা গ্রাম সেখানকার তার নাম হচ্ছে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন এই যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এটা অনেক অনেক কিছু তার কাছ থেকে আমাদের শেখার আছে।’

‘যা হোক, আমরা মানুষের জন্য মানুষ। আমি জানি, আমাদের দেশের অনেকের মধ্যে এই প্রবণতা আছে যে, নিজে শুধু একা খায় না, প্রতিবেশীরা না থাকলেও তার সেই উদারতা আছে’ বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেই চিন্তা করতে হবে যে, আমাদের ফসল ফলাতে হবে। আরও উৎপাদন বাড়াতে হবে। কারণ এই কৃষিটাই এখন আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা যেমন খেতে পারব, আমরা অন্য কোন দেশে যদি কোনো অভুক্ত মানুষ থাকে তাদেরকেও আমরা সাহায্য করতে পারব। সেই মানসিকতা নিয়ে আপনারা কাজ করবেন। সেটিই আমরা চাই।’

করোনাভাইরাস টপ নিউজ নাজিম উদ্দীন প্রধানমন্ত্রী বিত্তশালী ভিডিও কনফারেন্স শেখ হাসিনা শেরপুরের ভিক্ষুক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর