Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু


২৭ এপ্রিল ২০২০ ০৯:৪৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ১৫:০১

রোম: ইতালিতে গত ২৪ ঘন্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) ইতালিতে মোট ২৬০ জনের মৃত্যু হয়েছে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ১৭ মার্চ ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বনিম্ন মৃতের সংখ্যা ছিল ৩৪৫ জন।

এ ব্যাপারে অ্যাঞ্জেলো বোরেল্লি বলেন, ইতালিতে করোনা মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই, এখন করোনা সংক্রমণ ও মৃতের হার কমে সুস্থতার সংখ্যা বাড়ছে।

এ নিয়ে ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হলো।এছাড়াও এখন পর্যন্ত দেশটিতে মোট ৬০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

রোববার (২৬ এপ্রিল) ইতালিতে আরও দুই হাজার ৩২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে পৌঁছেছে।

এদিকে নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে ইতালিতে আরোপিত লকডাউনের সময়সীমা ৩ মে পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী গুইসেপ কোঁতে।

অন্যদিকে, ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, স্টেশনারি, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে। এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এলাকা লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।

ইতালি কোভিড-১৯ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর