Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শর্তসাপেক্ষে হলি ফ্যামিলি হাসপাতালে করোনা চিকিৎসা


২৭ এপ্রিল ২০২০ ০৯:১৪

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালকে স্বাস্থ্য অধিদফতর থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তিন শর্তসাপেক্ষে হাসপাতালটিতে করোনাভাইরাসের চিকিৎসাসেবা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য-১ শাখার উপসচিব মো. আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞাপন

যে তিনটি শর্তের বিষয়ে উল্লেখ করা হয়েছে তা হলো,

১. হলি ফ্যামিলি হাসপাতালের সাথে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে হাসপাতালটি শুধু করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য পরিচালিত হবে।

২. হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য পরিচালনা ব্যয় নির্ধারণ করা যাবে।

৩. রোগীর চিকিৎসার ব্যয়বাবদ খরচ সরকার বহন করবে।

এর আগে, ২৩ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হলিফ্যামিলি হাসপাতালকে কোভিড-১৯ হাসপাতাল হিসেবে রূপান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। তাতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অনুমোদন আছে বলেও উল্লেখ করা হয়।

করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর