রাশিয়া থেকে তেল আমদানি ৩০ শতাংশ বাড়িয়েছে চীন
২৭ এপ্রিল ২০২০ ০৮:০৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০৮:১৪
গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের মার্চে রাশিয়া থেকে জ্বালানী তেল আমদানি অন্তত ৩০ শতাংশ বাড়িয়েছে চীন। নিম্নমুখী চাহিদার বাজারে দাম পড়ে যাওয়ায় চীন আমদানি বাড়িয়ে মজুদ বৃদ্ধি করছে। চীনের সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য বড় ভোক্তা দেশগুলোতে লকডাউন পরিস্থিতি বিরাজ করায় কার্যত দেশগুলো স্থবির হয়ে পড়েছে। এতে তেলের চাহিদা হ্রাস পাওয়ায় আমদানিও কমিয়েছে দেশগুলো। চাহিদার পতনে পণ্যটির রেকর্ড দরপতন হয়েছে। তবে চীন এ ভাইরাসে আক্রান্ত হলেও এখন দেশটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। তাই চীনে তেলের চাহিদাও ফিরেছে স্বাভাবিক অবস্থায়। এমন পরিস্থিতিতে তেলের নিম্নমুখী চাহিদার বাজারে চীন এখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
দরপতনের বাজারে চীন আমদানি বাড়িয়ে মজুদ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। জ্বালানী তেলের অন্যতম ভোক্তা দেশটি গত মার্চে দৈনিক ৯৬ লাখ ৮০ হাজার ব্যারেল তেল আমদানি করে যা গত বছরের একই সময়ের চেয়ে ৪.৫ শতাংশ বেশি।
তবে বিশ্বের দুই প্রধান রফতানিকারক দেশ রাশিয়া ও সৌদি আরব চীন রফতানি এখনও প্রায় সমান। গত মাসে রাশিয়া দৈনিক ১৬ লাখ ৬০ হাজার ব্যারেল তেল চীনে রফতানি করে। পক্ষান্তরে সৌদি আরব রফতানি করে দৈনিক ১৭ লাখ ব্যারেল। তবে গেল মার্চে গত বছরের একই সময়ের তুলনায় সৌদি থেকে চীনে আমদানি ১.৬ শতাংশ বাড়লেও রাশিয়া থেকে আমদানি বেড়েছে ৩০ শতাংশ।