Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতন, গৃহকর্তা কারাগারে


২৬ এপ্রিল ২০২০ ২৩:৩০

ঢাকা: রাজধানীর গুলশানে লিলি (১৪) নামের এক কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগের মামলায় গৃহকর্তা মাজেদ ইবনে কাশেম পারভেজকে (৩২) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরির্দক (এসআই) সাদেক মিয়া আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) গুলশান-১ এর সি-ব্লকের ৮ নম্বর রোডের ২০৫/৩ নম্বর বাড়ির ৭-ডি ফ্ল্যাটে ইফতার তৈরিকে কেন্দ্র করে কিশোরী লিলিকে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে তার শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিলে মেয়েটি চিৎকার করে কাঁদতে থাকে। তার কান্না এবং বাঁচাও, বাঁচাও চিৎকার শুনে আশপাশের লোকজন গুলশান থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে গুলশান থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার ও গৃহকর্তা মাজেদকে আটক করে।

কারাগারে গৃহকর্তা গৃহপরিচারিকা নির্যাতন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর