Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি খাস জমিতে হাট-বাজার সরিয়ে নেওয়ার নির্দেশ মন্ত্রণালয়ের


২৬ এপ্রিল ২০২০ ২২:৩২

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সংকীর্ণ স্থানে থাকা গ্রামীণ হাট-বাজার কাঁচা-বাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজার আশেপাশের সরকারি খাস বা অন্য কোন সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

রোববার (২৬ এপ্রিল) এ সংক্রান্ত আদেশ জারি করে ভূমি মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত কারণে হাট ও বাজারে ব্যাপক জনসমাবেশ, উপস্থিতি সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, বিশেষ করে কাঁচা-বাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ মূল বাজারের এলাকা থেকে পাশের সুবিধাজনক স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন হচ্ছে। এ কারণে ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্থানান্তরিত হাট ও বাজারের ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নেওরার কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, দেশের হাট ও বাজারের মালিকানা ভূমি মন্ত্রণালয় এবং এগুলো ‘The Hats and Bazars (Establishment and Acquisition) Ordinance, 1959’-এর অধীনে পরিচালিত হয়ে আসছে। জেলায় নতুন হাট ও বাজার স্থাপন ও বিলুপ্তির বিষয়টি জেলা কালেক্টরের (জেলা প্রশাসক) অন্যতম কাজ। এসব ক্ষেত্রে নতুন হাট-বাজার সৃষ্টি আবশ্যক হলে কালেক্টর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন। বিশেষ ক্ষেত্রে কিছু সৃষ্ট হাট ও বাজারের ব্যবস্থাপনা বর্তমানে স্থানীয় সরকার বিভাগকেও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খাস জমি ভূমি মন্ত্রণালয় সরকারি খাস জমি হাট-বাজার

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর