Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ ঈদ বোনাস চান এমপিওভুক্ত শিক্ষকরা


২৬ এপ্রিল ২০২০ ২২:০৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০২০ ০১:৪৫

ঢাকা: সরকারি নিয়োগ পাওয়া শিক্ষকদের মতো শতভাগ ঈদ বোনাস চান এমপিওভুক্ত শিক্ষকরাও। শতভাগ বোনাস দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম এ দাবি জানিয়েছে।

সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ ১৬ বছর ধরে ২৫ শতাংশ ঈদ বোনাস পেয়ে আসছেন। এটিকে এবার শতভাগ করতে হবে।

লিখিত বক্তব্যে তারা বলেন, কর্মচারীদের ৫০ শতাংশ বোনাস দেওয়া হয়। শিক্ষক ও কর্মচারীদের মধ্যে এমন বৈষম্য থাকায় ঈদ এলেই এমপিওভুক্ত শিক্ষকদের দুঃখ দুর্দশা বেড়ে যায়। এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে এ নিয়ে দীর্ঘ ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

তারা আরও বলেন, শিক্ষকদের ধারণা বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে এ চরম ও নিষ্ঠুর বৈষম্যের কথা জানেন না। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানোর কেউ নেই। মাত্র ২৫ শতাংশ বোনাস দিয়ে শিক্ষকরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে বার বার ঈদ বোনাস পরিবর্তনে দাবি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক বলেন, বোনাসের বিষয়টি আমাদের ভাবনায় আছে। বিষয়টি নিয়ে এর বেশি বলতে চাচ্ছি না।

এমপিও টপ নিউজ প্রাথমিক বেসরকারি শিক্ষা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর