Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলো জেলা যুবলীগের নেতাকর্মীরা


২৬ এপ্রিল ২০২০ ২১:১৯

নওগাঁ: শ্রমিক সংকটে পড়া কৃষকের এক বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন জেলা যুবলীগের নেতাকর্মীরা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে জেলার সদর উপজেলার শিমুলিয়া মাঠে কৃষক শরীফুল ইসলামের এক বিঘা জমির ধান জেলা যুবলীগের ৩০জন নেতাকর্মীরা কেটে বড়িতে পৌঁছে দেন।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় জানান, জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২৫ সদস্যের টিম এবং জেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট টিম করা হয়েছে। তৃণমূল পর্যায়ের প্রান্তিক যারা কৃষক আছেন যারা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না এসব কৃষকদের বাছাই করে ইতিমধ্যে যুবলীগের জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তালিকা করেছেন। নওগাঁ জেলা যুবলীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ওইসব প্রান্তিক কৃষকদের মাঠে গিয়ে ধান কেটে বাড়ি পৌঁছে দেবে।

বিজ্ঞাপন

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়, জেলা যুবলীগ নেতা মানিক রায়, আহসানুল হক, শামীম, নুরুজ্জামান, প্রিন্স, মাসুদ, সোহাগ, রনিসহ যুবলীগের প্রায় ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জমির ধান ধানকাটা যুবলীগ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর