Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার বাহরাইন থেকে ফিরলেন ১৩৮ বাংলাদেশি শ্রমিক


২৬ এপ্রিল ২০২০ ২০:০৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ২৩:১৫

ঢাকা: করোনা মহামারির মধ্যে এবার বাহরাইন থেকে দেশে এসেছে ১৩৮ জন প্রবাসী শ্রমিক। তাদেরকে হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিকাল ৫টা ৫০ মিনিটে বিশেষ ফ্লাইটটি শাহজালালে অবতরণ করে। এরপর তাদেরকে স্ক্রিনিং করা হয়। এসব বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের হোম কোয়ারেনটাইনে থাকতে বলা হয়েছে।

এর আগে, গত ২৪ এপ্রিল করোনা মহামারির মধ্যেই ওমান থেকে দেশে আসে বাংলাদেশি ২৯২ জন প্রবাসী শ্রমিক। কাজের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশি এসব শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওমান সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠায়।

উল্লেখ্য, করোনার কারণে বাংলাদেশের সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। তবে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।

টপ নিউজ প্রবাসী শ্রমিক বাহারাইন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর