Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নমুনা দিয়ে চট্টগ্রামে, পরে করোনা পজিটিভ হয়ে হাসপাতালে


২৬ এপ্রিল ২০২০ ১৯:৪৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ২০:৩৩

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহের দেওয়ার পর রাজবাড়ী থেকে ‘ট্রাকে চড়ে’ চট্টগ্রামে আসেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক কর্মকর্তা। করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের পর তাকে চট্টগ্রাম নগরীর বাসা থেকে নিয়ে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি নগরীর পূর্ব মাদারবাড়িতে যে বাসায় তিনি থাকতেন, ওই ভবনটিও লকডাউন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে ৫৩ বছর বয়সী ওই ব্যক্তিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘নগরীর সদরঘাট থানার ইসলামিয়া কলেজ এলাকা থেকে একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে তেমন কোনো উপসর্গ নেই। শুধু জ্বর এসেছে। পরীক্ষায় করোনা পজিটিভ আসার পর পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে।’

সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘আক্রান্ত ব্যক্তি রাজবাড়িতে বিআইডব্লিউটিএতে টার্মিনাল সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সেখানে গত ২৩ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর তিনি ২৫ এপ্রিল (শনিবার) রাজবাড়ী থেকে চট্টগ্রাম শহরে চলে আসেন। পূর্ব মাদারবাড়িতে ইসলামিয়া কলেজের পেছনে পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় তার বাসা। সেখানে তার পরিবারের সদস্যরাও থাকেন। আক্রান্ত হওয়ার তথ্য পেয়ে আজ (রোববার) আমরা গিয়ে তাকে জেনারেল হাসপাতালে পাঠাই। এছাড়া পাঁচতলা ভবনটি লকডাউন করা হয়েছে। ভবনের বাসিন্দারা আপাতত কেউ বের হতে পারবেন না। কেউ ওই ভবনেও প্রবেশ করতে পারবেন না।’

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদউল্লাহ ভূঁইয়া সারাবাংলাকে বলেন, ‘রাজবাড়ী থেকে কীভাবে চট্টগ্রামে এসেছেন, সেটি জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, ট্রাকে করে এসেছেন। তবে অফিসিয়ালি ছুটি নিয়ে এসেছেন বলে জানিয়েছেন। প্রথমত উনি তখন করোনা আক্রান্ত হিসেবে সন্দেহভাজন ছিলেন, দ্বিতীয়ত লকডাউন ভেঙে এক জেলা থেকে আরেক জেলায় আসা উনার উচিত হয়নি। উনার কারণে তার পরিবারের সদস্যসহ অনেকেই ঝুঁকিতে পড়লেন।’

বিজ্ঞাপন

নগর পুলিশের বিশেষ শাখার উপ-কমিশনার মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ‘লকডাউনের মধ্যে রাজবাড়ী থেকে উনার চট্টগ্রামে আসা সমীচীন হয়নি। তবে করোনা পজিটিভ রেজাল্ট জানার পর উনি নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন হাসপাতালে নেওয়ার জন্য।’

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। নগরীর পূর্ব মাদারবাড়ির বাসায় স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে থাকেন।

করোনা পজিটিভ নমুনা রাজবাড়ী থেকে চট্টগ্রামে হাসপাতালে

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর