Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটির ব্যাংকের জমানো অর্থ ত্রাণ তহবিলে দিলো তৃতীয় শ্রেণির ছাত্রী


২৬ এপ্রিল ২০২০ ১৮:০০

ঠাকুরগাঁও: করোনাভাইরাসের দুর্যোগকালীন সময়ে কর্মহীন, অসহায়, অভুক্ত মানুষের মুখে এক মুঠো অন্ন যোগাতে এগিয়ে এলো তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রী। তিল তিল করে মাটির ব্যাংকে জমানো অর্থ সে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দিয়েছে।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সেন্ট মাদার তেরেসা স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী মুক্তা তার সঞ্চয়কৃত মাটির ব্যাংকের দুই বছরের জমানো টাকা জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের হাতে তুলে দেয়। সে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের নাসিমা বেগমের মেয়ে।

বিজ্ঞাপন

স্কুল ছাত্রী মুক্তা বলে, ‘আমি টিভিতে দেখেছি গরিব মানুষরা অনাহারে দিন যাপন করছেন। তাই আমি আমার টিফিনের জমানো টাকা ও বিভিন্ন সময় উপহারের জমানো টাকা হতদরিদ্র গরিব মানুষদের জন্য দিয়েছি।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, ‘আমি তার এই উদ্যোগে আবেগ আপ্লুত হয়ে যাই, ছোট্ট শিশুর মাটির ব্যংকে জমানো টাকা এভাবে অসহায় দরিদ্য মানুষের জন্য দেওয়াটা একটি দৃষ্টান্ত। তার কোমল হৃদয়ে যে করোনার বিষয়টি আঘাত করেছে এবং সে এই দুর্যোগের সময় গরিব-অসহায়দের জন্য ভেবেছে এটাই বিশাল বড় পাওয়া।’

করোনাভাইরাস জমানো অর্থ তৃতীয় শ্রেণি দুর্যোগকালীন মাটির ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর