সময় বাড়লো কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির
২৬ এপ্রিল ২০২০ ১৬:২৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৬:৩০
ঢাকা: কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে ৩৬০ দিন বা একবছর পর্যন্ত সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এর আগে ঋণপত্র খোলার পর পণ্যগুলো আনতে মোট ১৮০ দিন সময় পেতেন গ্রাহক। কিন্তু করোনাভাইরাসের কারণে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানিতে অতিরিক্ত আরও ১৮০ দিন বা ছয় মাস সময় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে গ্রাহকরা ঋণপত্র খোলার পর পণ্যগুলো আনতে ৩৬০ দিন সময় পাবে।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন সকল অথরাইজড ডিলার। করোনাভাইরাসের কারণে সৃষ্টি পরিস্তিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।