২৪ ঘণ্টায় মৃত্যু ৫ জনের, আক্রান্ত ৪১৮
২৬ এপ্রিল ২০২০ ১৪:৩৬ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৮:০৪
ঢাকা: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ জন। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত ১৪৫ জন মারা গেলেন। একই সময়ে সারাদেশে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত ৪১৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হলে পাঁচ হাজার ৪১৬ জন। এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত ১২২ জন সুস্থ হলেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬৮০টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৭৬টি নমুনা। এ নিয়ে এ পর্যন্ত সারাদেশে মোট ৪৬ হাজার ৫৮৯টি নমুনা পরীক্ষা করা হলো।
গত ২৪ ঘণ্টায় যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাদের তথ্য তুলে ধরে বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে পুরুষ তিন জন, বাকি দু’জন নারী। পাঁচ জনের মধ্যে চার জন ঢাকা শহরের এবং একজন দোহারের বাসিন্দা। আর মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে, যার বয়স ১০ বছরের চেয়েও কম। কোভিড-১৯ ছাড়াও অন্য শারীরিক জটিলতায় ভুগছিল শিশুটি।
করোনাভাইরাস পরীক্ষার উপযোগী কিট পর্যাপ্ত পরিমাণে আছে কি না, এ প্রসঙ্গে ডা. নাসিমা সুলতানা বলেন, অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান, করোনাভাইরাস পরীক্ষার উপযোগী কিট আমাদের হাতে আছে কি না। আমি সবাইকে জানাতে চাই, আমাদের হাতে পর্যাপ্ত পিসিআর কিট সংগৃহীত ও জমা আছে। এছাড়া আমরা ধারাবাহিকভাবে কিট আমদানি করে যাচ্ছি।
তিনি আরও বলেন, শুধু কিট নয়, করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য সোয়াব স্টিকেরও ঘাটতি নেই। দেশীয় যে প্রতিষ্ঠানটি যে সোয়াব স্টিক তৈরি করছে, করোনার এই কঠিন পরিস্থিতিতেও তারা নিয়মিত সোয়াব স্টিক তৈরি করছে এবং আমাদের সরবরাহ করছে। ফলে সোয়াব স্টিকেরও কোনো ঘাটতি আমাদের নেই।
অনলাইন বুলেটিন করোনাভাইরাস কোভিড-১৯ ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতর