প্রধানমন্ত্রী সংকটের মাঝেও সম্ভাবনা দেখেন: ওবায়দুল কাদের
২৬ এপ্রিল ২০২০ ১৪:১৩ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৬:০৯
ঢাকা: বিএনপি চিরায়ত স্বভাব অনুযায়ী করোনা নিয়েও নালিশের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যে সম্ভবনা দেখতে পান। সততা ও সাহসী নেতৃত্বই তার (প্রধানমন্ত্রী) শক্তির উৎস। সংকট মোকাবিলায় সরকার শুরু থেকে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছেন। বিএনপি শুরু থেকে ছিল শীতনিদ্রায়। হঠাৎ জেগে আবিষ্কার করল, সরকার ‘একলা চলো’ নীতিতে আছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে নিজ বাস ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সরকার কী তথ্য গোপন করছে— বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা কোনো রাজনৈতিক সংকট নয়। এটা করোনা সংকট। এখন দরকার করোনা যোদ্ধা। যারা সত্যিকারের করোনা যোদ্ধা, ডাক্তার-নার্স-টেকনলোজিস্টসহ যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন, তাদের প্রয়োজন। দলমত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। করোনা যোদ্ধা তারা, যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এবং জরুরি সেবার আওতায় সেবা দিচ্ছেন।
বিএনপি মহাসচিবের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা এ পর্যন্ত কী করেছেন? সংকটে মানুষের জন্য, করোনা যুদ্ধের জন্য কী করেছেন? সরকার সবাইকে নিয়ে কাজ করছে। সরকার এরই মধ্যে সমন্বয় গড়ে তুলেছে। কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে সব সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতি সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এ সংকট মোকাবিলায় সফল হব।
কাদের বলেন, ফখরুল সাহেব সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য-প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছেন। তারা চুপ হয়ে ছিলেন। এখন বলছেন, সরকার নাকি তথ্য গোপন করেছে। কী তথ্য গোপন করেছে, তা তো আপনি বলেননি। অভিযোগ করার আগে নির্ভুল তথ্য হাজির করা উচিত ছিল।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করছেন। এটাই তাদের (বিএনপি) নেতাদের গাত্রদাহের কারণ। করোনা সংকট মোকাবিলায় সরকার জনগণকে সঙ্গে নিয়ে দিনদিন অধিকতর সক্ষমতা অর্জন করছে— এটা আপনাদের মনোকষ্টের কারণ।
আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট বৈশ্বিক দুর্যোগ। এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোনোর কোনো সুযোগ নেই। করোনা নিয়েও পুরনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি। আমরা এখনো আহ্বান জানাই, দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজবনির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।
কাদের বলেন, রমজান মাসে একশ্রেণির মুনাফাখোর মজুতদার অসাধু ব্যবসায়ী বাজার অস্থিতিশীল করার দুরভিসন্ধিতে লিপ্ত। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।