Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


২৬ এপ্রিল ২০২০ ১৩:২৯

রংপুর: রংপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার (২৬ এপ্রিল) সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন— মর্জিনা বেগম (২৪) ও রিপন চন্দ্র (২৫)। আহতরা হলেন— দীপ্তি রানী রায়, বিনা রানী, মিথি রানী, মিন্টু রায় ও বালাশি রানী। হতাহতদের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

রংপুর সদরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, রোববার সকাল ৭টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় কয়েকজন রংপুর নগরীর হাজিরহাটে যাচ্ছিলেন। অটোরিকশা পাগলাপীরে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অটোরিকশা টপ নিউজ ট্রাকচাপা যাত্রীবাহী ট্রাক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর