খন্দকার আসাদুজ্জামানের মৃত্যুতে বস্ত্র ও পাটমন্ত্রীর গভীর শোক
২৬ এপ্রিল ২০২০ ১১:১৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ১৩:৩৫
ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং মুজিবনগর সরকারের অর্থসচিব খন্দকার আসাদুজ্জামান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি।
এক শোক বার্তায় তিনি মরহুম খন্দকার আসাদুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
টাঙ্গাইল জেলার গোপালপুর-ভুয়াপুর নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অর্থ সচিব ছিলেন।
খন্দকার আসাদুজ্জামান শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
খন্দকার আসাদুজ্জামান গোলাম দস্তগীর গাজী টপ নিউজ বস্ত্র ও পাটমন্ত্রী শোক প্রকাশ