Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাস: বিশ্বব্যাপী ২ লাখ মানুষের মৃত্যু


২৬ এপ্রিল ২০২০ ০০:৩৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২০ ০০:৪৪

ইলাস্ট্রেশন – দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস

চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১২টা ১২ মিনিটে কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ এক হাজার ৫০৮ জনে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।

এর আগে, বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে এবং তিনটি প্রমোদতরীতে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৯১ হাজার ৭৩ জন। এবং চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন আট লাখ ২৫ হাজার ৩২ জন।

বিজ্ঞাপন

এদিকে, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে রোববার পর্যন্ত মোট ৫৩ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। এরপর মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছে ইউরোপের দেশগুলো। ইতালিতে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের, স্পেনে ২২ হাজার ৯০২ এবং ফ্রান্সে ২২ হাজার ৬১৪ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও ২০ হজার ৩১৯ জন মারা গেছেন যুক্তরাজ্যে।

অন্যদিকে, নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৩২ এ। যদিও চীনের সরকারি কর্তৃপক্ষ প্রকাশিত এই মৃতের সংখ্যার ব্যাপারে বিশ্বনেতাদের অনেকেই এবং গণমাধ্যম কর্মীদের অনেকেই প্রশ্ন তুলেছেন।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট ১৪০ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘন্টায় বাংলাদেশে ৯ জন মারা গেছেন।

আরও পড়ুন –

করোনা: লাইভ আপডেট

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫০ হাজার, বিশ্বে ২ লাখ ছুঁই ছুঁই

করোনায় শুধুমাত্র ইউরোপে এক লাখ মৃত্যু

বিজ্ঞাপন

করোনা আপডেট কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস মৃত্যু

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর