Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দিলেন আইজিপি


২৫ এপ্রিল ২০২০ ২২:৫৬

ঢাকা: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা সংক্রমণ রোধে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) সুরক্ষা সামগ্রী দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন আইজিপি। সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সোহেল রানা বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকল ইউনিটে ইতোমধ্যে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এছাড়া, সুরক্ষা সামগ্রী কেনার জন্য সকল ইউনিটকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। তবুও চলমান করোনা পরিস্থিতিতে বর্তমান বাস্তবতায় পুলিশ সদস্যদের সুরক্ষা সামগ্রীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। ক্রমবর্ধমান এ চাহিদা পূরণের লক্ষ্যে সুরক্ষা সামগ্রী সরবরাহের ধারাবাহিকতায় ডিএমপিকে সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।’

সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে- ৫০ হাজার মাস্ক, ২ হাজার বোতল স্যানিটাইজার, ২ হাজার পিস আই প্রোটেক্টর, ১ হাজার পিস ফেইস শিল্ড এবং পুনঃব্যবহারযোগ্য ১৫ হাজার পিপিই।

এসময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

করোনা সংক্রমণ ডিএমপি পিপিই বেনজীর আহমেদ সুরক্ষা সামগ্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর