Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাওরের ৪৪ শতাংশ ধান কাটা শেষ’


২৫ এপ্রিল ২০২০ ২১:৩৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ২১:৩৭

ঢাকা: হাওরের ৪৪ শতাংশ জমির বোরো ধান এরই মধ্যে কাটা শেষ হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘সরকারের নানা উদ্যোগের ফলে হাওরের কৃষকেরা ভালভাবে ধান কাটতে পারছে। এখন পর্যন্ত হাওরের ৪৪ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে।’

শনিবার (২৫ এপ্রিল) কৃষিমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘পরিবহন নিষেধাজ্ঞার মধ্যেও ধান কাটার জন্য বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের আনার ব্যবস্থা আমরা করেছি। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এসেছেন। শ্রমিকের পাশাপাশি হাওর এলাকায় ধান কাটার জন্য কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি দিয়ে পুরোদমে ধান কাটা চলছে।’

ব্রি ২৮ জাতের ধান আগে পাকে, এটি কাটা প্রায় শেষ হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘ব্রি-২৯ জাতের ধান এখনও পাকে নাই, আরও ৭-৮ দিন সময় লাগবে। অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা আগামী ১০ দিনের মধ্যে সময়মতো ধান ঘরে তুলতে পারবে।’


স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। পাশাপাশি কৃষিমন্ত্রী সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-কৃষকলীগ, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ যারা ধান কাটায় এগিয়ে এসেছেন, কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যানুসারে হাওরাঞ্চলের কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় এবছর শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৯৮ হাজার হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে, যা শতকরা ৪৪ ভাগ। এরমধ্যে সিলেটে ৫৩ শতাংশ, মৌলভীবাজারে ৫৪ শতাংশ, হবিগঞ্জে ৩৭ শতাংশ, সুনামগঞ্জে ৪৮ শতাংশ, নেত্রকোনায় ৫৬ শতাংশ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫৬ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী ধানকাটা ধানকাটা শ্রমিক বোরো ধান হাওর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর