Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকের আরও ৪ কর্মকর্তা করোনায় আক্রান্ত


২৫ এপ্রিল ২০২০ ১৯:৩৭

ঢাকা: রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের আরও চার কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) সোনালী ব্যাংকের রংপুর বাজার শাখার চার কর্মকর্তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্তদের মধ্যে দুইজন প্রিন্সিপাল অফিসার ও বাকি দুইজন সিনিয়র অফিসার।

ওই শাখাটি লকডাউন করে সব কর্মকর্তা/কর্মচারীদের হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে বলে শনিবার (২৫ এপ্রিল) জানান সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান প্রধান।

এর আগে, গত ২০ এপ্রিল রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকার শিল্প ভবন করপোরেট শাখার একজন প্রিন্সিপাল অফিসার করোনায় আক্রান্ত হন। তখন শিল্প ভবন করপোরেট শাখাটিও লকডাউন ঘোষণা করা হয়। এ নিয়ে সোনালী ব্যাংকের মোট পাঁচজন কর্মকর্তা করোনাবাইরাসে আক্রান্ত হলেন।

করোনা করোনাভাইরাস টপ নিউজ সোনালী ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর