ঘরের জানালা ভেঙে পালিয়ে গেল করোনা রোগী!
২৫ এপ্রিল ২০২০ ১৫:৫৬ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৭:৫৪
ঢাকা: কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী ঘর থেকে পালিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর থেকে ওই রোগী নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।
আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী মিজান মিয়ার করোনা ‘পজিটিভ’ আসে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সারাবাংলা বলেন, ‘মিজানকে শুক্রবার দুপুর থেকে আইসোলেশনে রাখা হয়েছিল। এছাড়া তার বাড়িটি লকডাউন করা হয়। তবে দুর্ভাগ্যজনক রাতের আঁধারে ঘরের জানালা ভেঙে ওই রোগী পালিয়ে গেছেন।’
নির্বাহী কর্মকর্তা জানান, ‘বাইরে থেকে ঘরে তালা মারা ছিল। তালা অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। কিন্তু তার ঘরের জানালা ভাঙা অবস্থায় দেখা গিয়েছে। এখনও মিজানের খোঁজ পাওয়া যায়নি। তাকে ধরতে পুলিশ কাজ করছে।’
মিজান নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয় বলে ইউএনও জানান।