Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার নতুন রোগী ৩০৯, মারা গেছেন আরও ৯ জন


২৫ এপ্রিল ২০২০ ১৪:৫১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৭:০৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৩০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৯ জন রোগী। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জন। মোট মারা গেছেন ১৪০ জন।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, গতকাল শুক্রবার থাকায় দুই একটা বেসরকারি হাসপাতালে পিসিআর ল্যাবের রিপোর্ট আমাদের কাছে আসেনি।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৩ হাজার ৪২২টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি।

মোট আক্রান্ত জেলা হলো ৬০টি। ভোলা ও নাটোর নতুন সংক্রমিত জেলা। এ ছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা, ঝিনাইদহ জেলা বাকি রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫ জন নারী ও পুরুষ ৪ জন। ৯ জনের মধ্যে ৩ জন ঢাকার বাসিন্দা, বাকিরা ঢাকার বাইরের।

ডা. নাসিমা সুলতানা আরও জানান, এখন থেকে সাভার ও কুষ্টিয়ায় নমুনা পরীক্ষা করা যাবে।

এ সপ্তাহের মধ্যে ২৮টি ল্যাবে করোনা শনাক্ত করার কাজ শুরু হবে আশা প্রকাশ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

আইইডিসিআর করোনা মোকাবিলা করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর