Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতকানিয়া-লোহাগাড়ায় বিপ্লব বড়ুয়ার পাঠানো ত্রাণ বিতরণ


২৫ এপ্রিল ২০২০ ০৫:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া উপজেলায় দুঃস্থদের জন্য তৃতীয় দফায় ত্রাণ পাঠিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া।

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে রমজান মাসকে সামনে রেখে শুক্রবার (২৪ এপ্রিল) এই ত্রাণ বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশে সাধারণ ছুটি ঘোষণার পর আরও দুই বার ত্রাণ বিতরণ করেছিলেন বিপ্লব বড়ুয়া।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সাতকানিয়ার কেরানীহাটে প্রথমে ত্রাণ বিতরণ করা হয়। পরে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নে কয়েক হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তৃতীয় দফায় ৩১০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ করোনাভাইরাস বিপ্লব বড়ুয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর