Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্যঙ্গাত্মক প্রশ্ন করে দেখতে চেয়েছিলাম সাংবাদিকরা কী বলেন’


২৫ এপ্রিল ২০২০ ০৩:৩১ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৩:৫৭

করোনাভাইরাসের চিকিৎসায় ইনজেকশনের মাধ্যমে আক্রান্তের শরীরের জীবাণুনাশক ঢুকিয়ে দেওয়ার প্রস্তাবটি স্রেফ ব্যঙ্গ ছিলো বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) আগের দিন দেওয়া এমন প্রস্তাবের প্রসঙ্গ উঠলে ট্রাম্প তা হেসে উড়িয়ে দিয়ে জানান, ওই প্রস্তাবটি ছিল ব্যঙ্গাত্মক।

শুক্রবার ওভাল অফিসে একটি বিল স্বাক্ষরের সময় উপস্থিত এক সাংবাদিক ট্রাম্পের প্রস্তাবিত করোনা চিকিৎসা পদ্ধতি নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প এমন জবাব দেন। ট্রাম্প বলেন, ‘আমি একটি ব্যঙ্গাত্মক প্রশ্ন করে দেখতে চেয়েছিলাম আপনার মত সাংবাদিকরা কী প্রতিক্রিয়া দেখান।’

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউজে এক নিয়মিত সংবাদ সম্মেলনে, ইনজেকশনের মাধ্যমে আক্রান্তের শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে দেওয়া এবং শরীর অতি বেগুনি রশ্মির নিচে রেখে চিকিৎসা দেওয়া যায় কী না এমন প্রশ্ন রাখেন ট্রাম্প। এর পরপরই ট্রাম্পের এমন প্রস্তাবকে ‘হাস্যকর’, ‘অবৈজ্ঞানিক’, ‘বিপদজনক’ ইত্যাদি শব্দ দিয়ে প্রত্যাখ্যান করেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তবে এবার ট্রাম্প নিজেই জানালেন এমন চিকিৎসা পদ্ধতিতে আস্থা নেই তার।

তবে ট্রাম্পের এবারের দাবিটির প্রতি আস্থা রাখছেন না অনেকেই। তাদের ধারণা ট্রাম্প ওই প্রস্তাব ব্যঙ্গ করে দেননি বরং তিনি সত্যি সত্যি এর উপর কাজ করতে তার বিশেষজ্ঞ দলকে নির্দেশনাও দিয়েছেন। সমালোচিত হওয়ায় নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি।

আরও পড়ুন- করোনা চিকিৎসায় ট্রাম্পের ‘হাস্যকর’ ও ‘বিপদজনক’ প্রস্তাব

করোনাভাইরাস ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর