যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫০ হাজার, বিশ্বে ২ লাখ ছুঁই ছুঁই
২৫ এপ্রিল ২০২০ ০২:৫৮ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ১৪:০২
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এই প্রথম কোন দেশে করোনায় আক্রান্ত হয়ে অর্ধলক্ষ মৃত্যুর ঘটনা ঘটলো। এ রিপোর্ট লেখা অবধি দেশটিতে মৃতের সংখ্যা ৫১ হাজার ৪৫৩ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যাও ৯ লাখ ছাড়িয়ে গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ২৬ হাজার জন। এছাড়া স্পেনেও ব্যাপক প্রাণহানি হয়েছে। সেদেশে মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২২ হাজার।
এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ২ লাখ ছুঁই ছুঁই। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯৬ হাজারের বেশি। এছাড়া আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে গেছে।
আরও পড়ুন- নাভাইরাস সংক্রমণে হঠাৎ স্ট্রোকের ঝুঁকিতে তরুণরা
নভেল করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর তরুণদের অনেকেরই হঠাৎ স্ট্রোকের ঘটনা ঘটছে। তাদের কারোরই আগে অসুস্থতার ইতিহাস ছিল না। মার্কিন চিকিৎসকদের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে চিকিৎসকদের কয়েকজন জানিয়েছেন, নভেল করোনাভাইরাস আক্রান্ত ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে হঠাৎ স্ট্রোকের ঘটনা বেড়েছে।
এ ব্যাপারে নিউইয়র্কের মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের নিউরোসার্জন ডা. থমাস অক্সলে সিএনএনকে বলেছেন, সম্প্রতি স্ট্রোকের কারণে পাঁচ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী তাদের হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রত্যেকের বয়স ৫০ এর নিচে। কিন্তু প্রাথমিকভাবে তাদের মধ্যে কোভিড-১৯ এর কোনো ধরনের উপসর্গ ছিল না বললেই চলে।