করোনার মধ্যেই ওমান থেকে ফিরলেন ২৯২ শ্রমিক
২৪ এপ্রিল ২০২০ ২৩:৪২ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৫:৪৭
ঢাকা: করোনা মহামারির মধ্যেই দেশে ফিরলেন বাংলাদেশি ২৯২ জন প্রবাসী শ্রমিক। তাদের কাজের মেয়াদ শেষ হওয়ায় বাংলাদেশি এসব শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার ( ২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ওমান এয়ারের ডাব্লিউওয়াই২৩১৫ বিশেষ ফ্লাইটে তারা শাহজালালে অবতরণ করেন।
সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান।
তিনি রাতে জানান, প্রবাসী শ্রমিকরা দেশে ফিরেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ওমান সরকার ।
উল্লেখ্য, করোনার কারণে বাংলাদেশের সঙ্গে চীন ছাড়া সব দেশের বিমান চলাচল স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। তবে বিশেষ ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।