টানা ২ রমজান কারাগারে, এবার কোয়ারেনটাইনে খালেদার রোজা
২৪ এপ্রিল ২০২০ ১৯:৫০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৯:৫৪
ঢাকা: টানা দুইটি রমজান কারাগারে পালনের পর এবার কোয়ারেনটাইনে রোজা পালন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (২৪ এপ্রিল) মোবাইল ফোনে গণমাধ্যমকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কোয়ারেনটাইনে থেকেই রোজা পালন করবেন খালেদা জিয়া।’
তিনি বলেন, ‘ম্যাডাম এখন কোয়ারেনটাইনে আছেন। যেহেতু গোটা জাতি শাটডাউনে আছে, চলাচলসহ সবকিছুই বন্ধ, তাই তিনি (খালেদা জিয়া) তার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে হোম কোয়ারেনটাইনে চিকিৎসাধীন আছেন। এই কোয়ারেনটাইনে থেকেই তিনি রমজানের রোজা পালন করবেন।’
রমজান উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া— জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
করোনা পরিস্থিতর মধ্যে গত ২৫ মার্চ নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি পান খালেদা জিয়া। মুক্তির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছেড়ে গুলশানের বাসা ‘ফিরোজা‘য় ওঠেন তিনি। চিকিৎসকদের পরামর্শক্রমে ১৪ দিন কোয়ারেইন্টাইনে ছিলেন খালেদা জিয়া। ওই ১৪দিন শেষ হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এখনো কোয়ারেইনটাইনে আছেন তিনি।
দলীয় সূত্রমতে, দুই পুত্রবধূ ও নাতনীদের সঙ্গে টেলিফোনে কথা বলে, কোরআন তেলওয়াত করে, তাজবিহ পাঠ করে, বই পড়ে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া।
বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসার সবকিছু তত্ত্বাবধান করছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অসুস্থতাটা প্রকৃতপক্ষে আগের মতোই আছে। এটা বিভিন্ন কারণে হচ্ছে। হাত-পায়ের ব্যথা আগের মতোই আছে। আজকে হয়তো একটু ভালো থাকেন, আবার কাল প্রচণ্ড ব্যথা থাকে। ব্যথা উপশমের জন্য থেরাপি দেওয়া হচ্ছে। উনার ডায়াবেটিস বেশ অনিয়ন্ত্রিত।’
‘ম্যাডাম (খালেদা জিয়া) বাংলাদেশ ও বৈশ্বিক করোনাভাইরাস সংক্রামণ পরিস্থিতি ও পরবর্তী অবস্থা নিয়ে উদ্বিগ্ন,’— বলেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
৭৫ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে রিউমাটয়েড আর্থারাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন।
কোয়ারেনটাইন খালেদা জিয়া টপ নিউজ বিএনপি চেয়ারপারসন রমজানের শুভেচ্ছা