২৪ ঘণ্টায় আক্রান্ত প্রথমবার ৫শ পেরিয়ে, মৃত্যু ৪ জনের
২৪ এপ্রিল ২০২০ ১৪:৩৭ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৯:২২
ঢাকা: দেশে ২৪ ঘণ্টায় নতুন করে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো পাঁচশ পেরিয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪ হাজার ৬৮৯ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ১৩১ জন মারা গেলেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন কোভিড-১৯ রোগী। এ নিয়ে মোট ১১২ জন সুস্থ হলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা মোট ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করেছি। এই সংখ্যা গতকালের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। এসব নমুনার মধ্যে ৫০৩টি নমুনায় করোনা পজিটিভ এসেছে।
তিনি বলেন, আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গেছেন। তাদের সবার বয়স ৫১ থেকে ৬০-এর মধ্যে। তারা সবার ঢাকার অধিবাসী।
রমজান নিয়ে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের এই অতিরিক্ত পরিচালক বলেন, রমজান আমাদের সামনে। রমজানের তারাবির নামাজ নিয়ে এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয় নির্দেশনা জারি করেছে। মসজিদে ১২ জনের বেশি ব্যক্তি তারাবির নামাজ পড়তে পারবেন না। মুসল্লিরা সবাই ঘরে তারাবির নামাজ আদায় করবেন। আপনারা সবাই সে নির্দেশনা মেনে চলবেন।
তিনি আরও বলেন, যারা রোজা থাকবেন, তাদের ইফতারের পরের খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে। বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। লেবু, আদা দিয়ে শরবত খেতে পারেন। গরম পানি দিয়ে গার্গেল করতে পারেন। পাশাপাশি অন্যান্য স্বাস্থবিধি যেগুলো রয়েছে, সেগুলোও সবাইকে যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিন করোনাভাইরাস কোভিড-১৯ টপ নিউজ ডা. নাসিমা সুলতানা স্বাস্থ্য অধিদফতর