করোনা চিকিৎসায় ট্রাম্পের ‘হাস্যকর’ ও ‘বিপদজনক’ প্রস্তাব
২৪ এপ্রিল ২০২০ ১৪:০৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ২০:২৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসের চিকিৎসায় ইনজেকশনের মাধ্যমে আক্রান্তের শরীরে জীবাণুনাশক ঢুকিয়ে দেওয়া এবং আক্রান্তের শরীর অতি বেগুনি রশ্মির নিচে রাখার প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্টের দেওয়া ওই প্রস্তাবনাকে ‘হাস্যকর’ ও ‘বিপদজনক’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। খবর বিবিসি।
এর আগে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি শাখার প্রধান উইলিয়াম ব্রায়ান এক গবেষণার বরাতে উল্লেখ করেছিলেন – সূর্যের আলো ও তাপে করোনাভাইরাস দূর্বল হয়ে পড়ে। এবং মানুষের লালা ও শ্বাসযন্ত্রে থাকা নভেল করোনাভাইরাস আইসোপ্রোপাইল অ্যালকোহলের মাধ্যমে আরও দ্রুত বিনাশ করা সম্ভব। এছাড়াও, ব্লিচিং পাউডারের মতো জীবাণুনাশক নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এদিকে মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, জীবাণুনাশক বিষাক্ত পদার্থ, মানব শরীরের ত্বক, চোখ এবং শ্বাসযন্ত্রে ওই বিষের কারণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে।
অন্যদিকে, প্রসিডেন্ট যখন করোনা চিকিৎসায় এই প্রস্তাবনা দিচ্ছিলেন তখন তার পাশেই উপস্থিত ছিলেন হোয়াইট হাউজের করোনাভাইরাস সাড়াদান কার্যক্রমের সমন্বয়ক ডা. ডেবোরা ব্রিক্স। তিনি প্রেসিডেন্টকে জানান – এমন চিকিৎসা পদ্ধতি কেউ কখনও প্রয়োগ করেনি। প্রেসিডেন্টের প্রস্তাবনা তাহলে প্রথম আমাদের আগে পরীক্ষা করে দেখতে হবে।
এ ব্যাপারে শ্বাসযন্ত্রের রোগে বিশেষজ্ঞ ডা. ভিন গুপ্ত এনবিসি নিউজকে জানিয়েছেন, শুধুমাত্র মরতে চাইলেই মানুষ ট্রাম্পের প্রস্তাবিত পদ্ধতিগুলো গ্রহণ করতে পারে।
এছাড়াও, শ্বাসযন্ত্রের রোগের আরেক বিশেষজ্ঞ জন বামস জানিয়েছেন, যদি কারো শ্বাসযন্ত্রে ক্লোরিন বা আইসোপ্রোপাইল অ্যালকোহল প্রবেশ করে তাহলে তার মৃত্যু সুনিশ্চিত।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে শুক্রবার(২৪ এপ্রিল) পর্যন্ত মোট আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৫০ হাজার ২৪৩ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৮৫ হাজার ৯২২ জন।