Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেকৃবিতে বুদ্ধিপ্রতিবন্ধী করোনায় আক্রান্ত


২৪ এপ্রিল ২০২০ ০৯:১০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৩:০২

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ল্যাব সহকারীর বোন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকাতেই ভাইয়ের বাসায় থাকতেন তিনি। এ ঘটনায় কৃষকরত্ন শেখ হাসিনা হল সংলগ্ন এলাকা লকডাউন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বশিরুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনায় আক্রান্ত মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী। তার বোন ওই ল্যাব সহকারীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত তরুণীর একজন নিকটাত্মীয় বলেন, তিন দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন ওই তরুণী। শারীরিক অবস্থার উন্নতি না হলে বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার কর্নারে নিয়ে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

ওই নিকটাত্মীয় বলেন, ফল পাওয়ার পর মেয়েটিকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার বোন ল্যাব সহকারীতেও প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনের জন্য একই হাসপাতালে নিয়েছি। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তেমন সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন সারাবাংলাকে বলেন, আমাদের একজন স্টাফের বোন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে কৃষকরত্ন শেখ হাসিনা হল সংলগ্ন এলাকাটি লকডাউন করা হয়েছে। এর আশপাশের এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

করোনায় আক্রান্ত ল্যাব সহকারীর বোন করোনায় আক্রান্ত শেকৃবি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর