সিগারেটের ধোঁয়া নিয়ে মারামারি, ২ জনের মৃত্যু
২৪ এপ্রিল ২০২০ ১১:৪২ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১৫:২৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্থানীয় দুই পক্ষের মধ্যে মারামারিতে দুই তরুণ মারা গেছেন। পুলিশ জানিয়েছে, সিগারেট খাওয়ার সময় একজন আরেকজনের মুখে ধোঁয়া ছেড়ে দেওয়া নিয়ে বিরোধের সূত্রপাত হয়েছিল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ সারাবাংলাকে জানান, গত বুধবার পৌরসদরের ভূঁইয়াপাড়ায় রেললাইনের পাশে বসে কয়েকজন স্থানীয় যুবক সিগারেট খাচ্ছিল। দুই যুবকের একজন আরেকজনের মুখে ধোঁয়া ছড়ানো নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। সেই বিরোধ মীমাংসার উদ্যোগ নেন এলাকার জ্যেষ্ঠ্য কয়েকজন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মীমাংসার বৈঠকে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মারামারি শুরু হয়।
এতে জাহিদ ও শাহীন নামে দু’জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে একজন রাত সাড়ে ১২টায়, আরেকজন শুক্রবার ভোর সাড়ে ৫টায় মারা যায়।
দু’জনের বয়স আনুমানিক ২৪/২৫ বছর। এদের একজনের বাড়ি বগুড়ায়, আরেকজনের বাড়ি সীতাকুণ্ডে। একজন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আরেকজনের পেশা জানাতে পারেনি পুলিশ।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন, ‘সবাই নিম্ন আয়ের লোকজন। রেললাইনের পাশে কলোনিতে থাকে। মাদক সেবন, মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত। আমরা নিয়মিত সেখানে অভিযান চালাই।’
এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক শামীম শেখ।
টপ নিউজ দুই তরুণের মৃত্যু দুই পক্ষের মারামারি মারামারি সংঘর্ষ সিগারেটের ধোঁয়া সিগারেটের ধোঁয়া নিয়ে মারামারি