Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাঁটাই ও লে-অফ না করার আহ্বান শ্রমিক নিরাপত্তা ফোরামের


২৪ এপ্রিল ২০২০ ০৩:০৯

ঢাকা: করোনা মহামারির সময়ে তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই ও লে-অফ না করার আহ্বান জানিয়েছে  শ্রমিক নিরাপত্তা ফোরাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রানা প্লাজা ধ্বসের ৭ বছর পূর্তিতে সংগঠনটির আহ্বায়ক হামিদা হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

সংগঠনটি বলছে,  ‘শিল্প-প্রতিষ্ঠান ও কারখানা লে-অফ ঘোষণা করা, শ্রমিকদের  বেতন না দেয়া, ছাঁটাই কিংবা বরখাস্ত করার মত অমানবিক কাজ কোনোমতেই কাম্য নয়। অনেক কারখানায় রাষ্ট্র ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই বেতন প্রদান ও কারখানা খোলার কথা বলে শ্রমিকদের অবর্ণনীয় পরিস্থিতিতে কারখানায় এনে আবার ফিরিয়ে দেয়া হয়েছে। ফলে এইসকল স্বল্প আয়ের মানুষের জীবন কাটছে চরম ঝুঁকিতে ও অনিশ্চয়তায়। আমাদের জন্য এখন সবচেয়ে জরুরী হচ্ছে রানা প্লাজার ঘটনা থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে আসন্ন দূর্যোগ মোকাবেলা করা। বর্তমানে আমরা আরেকটি বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি যা জাতীয়, আন্তর্জাতিকভাবে শ্রমিক, মালিক, সরকার ও অন্য সবাইকে একসাথে নিয়ে মোকাবেলা করতে হবে।’

বিজ্ঞাপন

সংগঠনটি সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কয়েকটি আহ্বান জানিয়েছে। এগুলো হল-  সরকারকে অবিলম্বে মালিক, শ্রমিক, সরকার, ক্রেতা ও দাতা সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠন করতে হবে। তৈরী পোশাক খাতসহ অন্যান্য খাতের শ্রমিকদের উপর করোনার ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। রাষ্ট্র ঘোষিত সাধারণ ছুটি কিংবা লকডাউনের সুযোগ নিয়ে শ্রমিকের মজুরী কর্তন, শ্রমিক ছাঁটাই কিংবা লে-অফ ঘোষণা করা যাবে না। এ ক্ষেত্রে শ্রম আইনের ১২, ১৬, ২০ ও ২৬ ধারা প্রযোজ্য হবে না মর্মে সরকারী প্রজ্ঞাপন জারি করতে হবে।

বিজ্ঞাপন

সংগঠনটি আরও বলছে, দিনমজুরধর্মী পেশাজীবীদের রেশন বা আর্থিক সহায়তার দায়িত্ব সরাসরি রাষ্ট্রকেই নিতে হবে এবং আপদকালীন সময়ে সকল শ্রমিকদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা ও সস্তায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করতে হবে।  আগামী ৩ মাস সকল শ্রমিকের মজুরী নিশ্চিত করতে হবে এবং প্রাপ্য মজুরি, বোনাস ও অন্যান্য সুবিধাদি যথাসময়ে পরিশোধ করতে হবে। শ্রমিকদের কাজে যোগদান, বেতন-ভাতা পরিশোধসহ যাবতীয় বিষয়ে মালিক ও সরকারের সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে। যাতে করে সিদ্ধানহীনতার কারণে আর কোন শ্রমিক ভোগান্তির শিকার না হয়।  শ্রমিকরা কর্মাবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হলে যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করতে হবে।

শ্রমিক নিরাপত্তা ফোরাম

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর