সিলেটে আরও ১৬ করোনা রোগী শনাক্ত
২৪ এপ্রিল ২০২০ ০২:২৪ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫৮
সিলেট: সিলেট বিভাগে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজিটিভ ফলাফল আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- সিলেটে বৃহস্পতিবার বিকেলে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে।
তিনি জানান- আক্রান্তদের মধ্যে সিলেটে ৫ জন, হবিগঞ্জে ৩ জন ও সুনামগঞ্জে ৮ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। এ ছাড়া মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে।