Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুমেক হাসপাতালের চিকিৎসককে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর


২৪ এপ্রিল ২০২০ ০০:৫১ | আপডেট: ২৪ এপ্রিল ২০২০ ১১:৫৩

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। উন্নত চিকিৎসার জন‌্য জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ‌্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পরিদফতরের সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।

পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. মাসুদকে ভর্তি করা হয়। তিনি জ্বর ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। নমুনা পরীক্ষার পর গত ১৮ এপ্রিল তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

করোনায় আক্রান্ত খুমেক হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ টপ নিউজ ডা. মাসুদ আহমেদ ঢাকায় স্থানান্তর হেলিকপ্টারে ঢাকায়

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর