নওগাঁয় প্রথম করোনা রোগী শনাক্ত
২৪ এপ্রিল ২০২০ ০০:০১ | আপডেট: ১৭ মে ২০২০ ২০:৫৮
নওগাঁ: নওগাঁর রানীণগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সেবিকার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। তিনি নওগাঁ জেলায় প্রথম শনাক্ত কোনো কোভিড-১৯ রোগী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টায় নওগাঁর সিভিল সার্জন আখতারুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২০ এপ্রিল ওই সেবিকার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। তবে সেবিকা কিভাবে আক্রান্ত হলেন তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।