Thursday 13 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিবনগর লকডাউন, ইউএনও-ওসি-চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেনটাইনে


২৩ এপ্রিল ২০২০ ২১:৩১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ২১:৪০

মেহেরপুর: জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩৬ বছর বয়সী এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুজিবনগর উপজেলা লকডাউন করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

একইসঙ্গে মৃত ব্যক্তির চিকিৎসা ও দাফনের সংস্পর্শে আসায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওসি তদন্ত, মেহেরপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক নার্স ও ওয়ার্ড বয়সহ ১৮ জনকে কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত মেহেরপুর জেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২ আর মৃত্যুর সংখ্যা ১।

মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, ‘গত বুধবার করোনা উপর্সগ নিয়ে ভবরপাড়া গ্রামের ওই ব্যক্তি মেহেরপুর জেনারেল হাসপাতালে মারা যান। গতকালই তার নমুনা পাঠানো হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। ভবরপাড়া গ্রামের ওই ব্যক্তি করোনা আক্রান্ত ছিল বলে নিশ্চিত হওয়ার পর মুজিবনগর উপজেলা লকডাউন করতে জেলা প্রশাসনকে বলা হয়েছে।’

অপরদিকে, ওই লোকের দাফনে অংশ নেওয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ওসি তদন্ত, মেহেরপুর জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়সহ বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীসহ আক্রান্ত পরিবারের সবাইকে কোয়ারেনটাইন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, বুধবার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ভাড়া বাসায় থাকা ব্র্যাকের এক কর্মী জেলায় প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হলে ওই এলাকা ও তার অফিস লকডাউন করা হয়। এর পরপরই তার পাশের গ্রামের ওই ৩৬ বছর বয়সী ঐ ব্যক্তি মেহেরপুর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা যান।

বিজ্ঞাপন

ইউএনও করোনা উপসর্গ মেহেরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর