একমাসে একজনও না খেয়ে মারা যায়নি: তথ্যমন্ত্রী
২৩ এপ্রিল ২০২০ ২০:০৬
চট্টগ্রাম ব্যুরো: একমাসের বন্ধে একজন মানুষও না খেয়ে মারা যায়নি, এটিকে সরকারের সফলতা মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, সরকারে মানুষের জীবন ও জীবিকা রক্ষায় কাজ করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলা এবং ত্রাণ বিতরণ নিয়ে এক সমন্বয় সভা শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলায় সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল।
সভায় আলোচনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে আজকের সমন্বয় সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে উঠে এসেছে, চট্টগ্রাম জেলায় এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের চেয়ে অনেক ভালো আছে। আমরা যাতে এই পরিস্থিতি রক্ষা করে যারা এরইমধ্যে আক্রান্ত হয়েছে তাদের সুস্থ করে তুলতে পারি, কীভাবে করোনা রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া যায়, ভবিষ্যতে আরও রোগী বাড়লে কীভাবে তাদের চিকিৎসা দেওয়া হবে এবং যারা ভালো আছেন তাদের কীভাবে স্বাস্থ্যসুরক্ষা দেওয়া যায় সেসব নিয়ে আলোচনা হয়েছে।’
ত্রাণ বিতরণে সংসদ সদস্যদের সম্পৃক্ত না করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আজ একমাস ধরে দেশের সমস্ত কর্মকাণ্ড বন্ধ। বাংলাদেশে একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এটিই হচ্ছে সরকারের সফলতা। সরকারি সাহায্যের বাইরে আমাদের সংসদ সদস্য, অন্যান্য জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং অবস্থাসম্পন্ন বিত্তশালীরা সহায়তা দিচ্ছেন। সুতরাং সমস্ত কিছু সমন্বয় করার জন্যই এ বৈঠক।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে ১৭ লাখ টন খাদ্য মজুদ আছে। এরইমধ্যে ১ লাখ টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরও ৬ লাখ টন খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে।’
করোনায়া আক্রান্ত ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই এবং ছিল না। স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি পরিষ্কার করেছেন। আশা করব, দেশের এ দুর্যোগময় পরিস্থিতিতে আমরা সবাই নিজে দায়িত্বশীল আচরণ করব এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা যত্নশীল হবো।’
সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ ছাড়া চট্টগ্রামের সংসদ সদস্যদের মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী, এ বি এম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমেদ, নজিবুল বশর মাইজভাণ্ডারী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, ওয়াসিকা আয়েশা খানম ও খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী