Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেনীতে সরকারি-বেসরকারি উদ্যোগে বসানো হচ্ছে ২০টি আইসিইউ


২৩ এপ্রিল ২০২০ ১৮:৪৭

ফেনী: করোনা রোগীদের জন্য ফেনীতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ২০টি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ফেনীর মহিপাল ট্রমা সেন্টারে ভেন্টিলেটরসহ দু’টি আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়।

ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফেনীসহ পাশ্ববর্তী জেলাগুলোর মধ্যে রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। করোনা রোগীদের জন্য পূর্ণাঙ্গ সেটাপ ও ভেন্টিলেটরসহ দ্রুত গতিতে আপাতত দু’টি আইসিইউ স্থাপনের কাজ চলছে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে ২০টি আইসিইউ স্থাপন করা হবে। এরমধ্যে ফেনীর ট্রমা সেন্টারে ১০টি এবং ফেনীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরি নাসিমের ব্যক্তিগত উদ্যোগে ফেনী ডায়াবেটিস হাসপাতালে ১০টি আইসিইউ স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও হতদরিদ্রদের জন্য নিজাম উদ্দিন হাজারীর পক্ষ থেকে রমজান উপলক্ষে আরও ৫০ হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।

আইসিইউ করোনাভাইরাস ফেনী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর