Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নেতৃত্বে করোনা প্রতিরোধের লড়াইয়েও বিজয় হবে’


২৩ এপ্রিল ২০২০ ১৭:২৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৭:৩০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা সংকটের সাহসী নেতা হিসেবে দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত। আজ জনগণ তার দায়িত্বের ওপর আস্থা রাখতে পারেন। আল্লাহ আমাদের সহায় আছেন। শেখ হাসিনার সৎ ও পরিচ্ছন্ন নেতৃত্ব আমরা যে করোনা প্রতিরোধের লড়াইয়ে নেমেছি, এই লড়াইয়েও আমাদের বিজয় হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরীব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আগে তার বাসা থেকে ভিডিও কানফারেন্সিং-এ যুক্ত হয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। যারা কর্ম হারিয়ে দিশেহারা, মুখে বলতে পারে না, তাদের খুঁজে বের করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই সংকটে দুটো বিষয়ের ওপর গুরুত্ব দিতে হবে। একটা যুদ্ধ হচ্ছে- করোনা মোকাবিলা করা এবং আরেকটা- অসহায় গরীব মানুষদের সুরক্ষা নিশ্চিত করা। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দুইটা যুদ্ধ আমরা করে যাচ্ছি।’

এছাড়াও করোনা সংকটে কৃষকের ধান কাটা কর্মসূচিতে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেওয়ায় তিনি ধন্যবাদ জানান। পরে দেশের আলেম ওলামা, মটরচালক লীগ, মহিলা শ্রমিক লীগ, ফটো জার্নালিস্ট, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের মধ্যে খাদ্য সামগ্রিক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খান ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহসহ উপ-কমিটির নেতারা।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের করোনা প্রতিরোধ টপ নিউজ প্রধানমন্ত্রী বিজয় শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর