Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে দুঃস্থদের জন্য মাস্ক তৈরি করছেন ফার্স্ট লেডি


২৩ এপ্রিল ২০২০ ১৩:০৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৫:৫১

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের স্ত্রী ফার্স্ট লেডি সবিতা কোভিন্দ দেশটির দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণের জন্য মাস্ক তৈরি করছেন। বুধবার (২২ এপ্রিল) মাস্ক সেলাইরত অবস্থায় তার একটি ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএনআই।

নভেল করোনাভাইরাস মোকাবিলায় ভারতের রাষ্ট্রপতি ঘোষিত প্রকল্প ‘শক্তি হাত’ এর কার্যালয়ে তিনি মাস্ক তৈরির কাজ করছেন। তার তৈরি করা মাস্কগুলো নগর আশ্রয়ন কেন্দ্রগুলোতে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, ভারতের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে শারীরিক দূরত্ব মেনে চলার পাশাপাশি সকলকে নাক মুখ ঢেকে রাখতে হবে।

ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ফার্স্টলেডি মাস্ক তৈরির কার্যক্রমে অংশ নিয়ে সবার জন্য বার্তা দিয়েছেন – নভেল করোনাভাইরাস মোকাবিলায় সবারই নিজ নিজ জায়গা থেকে কিছু না কিছু করার আছে।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে ছয়  সপ্তাহের লকডাউন আরোপ করা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৯৭ জন, মৃত্যু হয়েছে ৬৮১ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন চার হাজার ৩৭৬ জন।

কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ফার্স্ট লেডি ভারত সবিতা কোভিন্দ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর