Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌপরিবহন খাতে লোকসান কাটাতে ১ হাজার কোটি টাকা প্রণোদনা দাবি


২৩ এপ্রিল ২০২০ ১২:২১

ঢাকা: নৌপথে পণ্য সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি এ খাতের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।

বিভিন্ন জেলায় লকডাউন ও সাধারণ ছুটির কারণে নৌপথে পণ্য পরিবহণ সংকট সৃষ্টি হয়েছে বলে বৈঠকে তুলে ধরেন কার্গো ভ্যাসেল ও কন্টেইনার মালিকদের দুটি সংগঠন। এতে মালিকদের ক্ষতির পাশাপাশি অনেক শ্রমিক বেকার জীবনযাপন করছেন বলেও জানান তারা।

বিজ্ঞাপন

এক্ষেত্রে ৪ শতাংশ সুদে সরকারের কাছে ১ হাজার কোটি প্রণোদনা দাবি করেন মালিকরা। এ সময় প্রতিমন্ত্রী, যেকোনো মূল্যে নৌপথে পণ্য পরিবহণ নিশ্চিত করার আহ্বান জানান এবং শ্রমিকের সুরক্ষা ও বেতনভাতা সঠিক সময়ে দেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন, সংকট মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

নৌ পথ পণ্য পরিবহন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর