Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের পিপিই দিল যুব ইউনিয়ন


২৩ এপ্রিল ২০২০ ০৯:২০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাকেন্দ্র চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষাসামগ্রী দিয়েছে যুব ইউনিয়ন।

বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. আবদুর রব মাসুমের কাছে পাবলিক প্রটেকশন ইউনিট (পিপিই) হস্তান্তর করা হয়।

এসময় ছিলেন চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সভাপতি রিপায়ন বড়ুয়া, সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, সহ-সভাপতি সুনন্দন শিকদার এবং সহকারী সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী।

সভাপতি রিপায়ন বড়ুয়া ও সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হাত থেকে রক্ষা করা সবচেয়ে জরুরি কাজ। এই পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন চিকিৎসক ও স্বাস্থ্যসেবীরা। প্রাণের ঝুঁকি নিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে তাদের। সামাজিক দায়বদ্ধতা থেকেই যুব ইউনিয়ন তাদের পাশে দাঁড়িয়েছে। আমরা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশে আছি।

কোভিড-১৯ পিপিই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর