Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডাক্তারসহ তিনজন করোনায় আক্রান্ত


২৩ এপ্রিল ২০২০ ০০:২৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম জেলায় এক ডাক্তারসহ তিনজনের মধ্যে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া বিভাগের মধ্যে লক্ষ্মীপুরেও একজনের নমুনা পরীক্ষায় সংক্রমণ পাওয়া গেছে।

বুধবার (২২ এপ্রিল) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চারজন করোনা পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির জানান, বুধবার ১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মধ্যে চারজনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে। এদের একজন লক্ষ্মীপুরের এবং বাকি তিনজন চট্টগ্রাম জেলার।

এদের মধ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একজন ডাক্তার আছেন। বয়স ২৯ বছর। তিনি ফটিকছড়ির নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লু কর্নারে কর্মরত ছিলেন।

এ ছাড়া নগরীর লালখান বাজার এবং বালুছড়া এলাকার ৪২ বছর বয়সী দুজন পুরুষ আছেন। গত ২৬ মার্চ শুরুর পর বুধবার পর্যন্ত বিআইটিআইডিতে মোট ১৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ পাওয়া গেছে ৭৯ জনের। চট্টগ্রাম জেলায় আক্রান্ত ৪৩ জন।

এদের মধ্যে বুধবার পর্যন্ত চট্টগ্রামের করোনার বিশেষায়িত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন সাতজন। মারা গেছেন পাঁচজন।

আক্রান্তদের মধ্যে লক্ষ্মীপুরের ২৭ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানে তিনজন এবং ফেনীর দুজন।

করোনাভাইরাস করোনাে