স্ত্রীকে নোড়া দিয়ে পিটিয়ে খুন করল স্বামী
২২ এপ্রিল ২০২০ ১৯:৫৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পারিবারিক ঝগড়ার জেরে নোড়া দিয়ে পিটিয়ে স্ত্রীকে খুন করেছে স্বামী। ঘটনার পর থেকে স্বামী পলাতক আছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে নগরীর বাকলিয়া থানার পূর্ব রাহাত্তার পুল বড় কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
খুনের শিকার গৃহবধূ জ্যোৎস্না বেগম (৪০) ওই এলাকার বাসিন্দা মো. মুছার স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘স্বামী ভবঘুরে। আয়-উপার্জন নেই। সংসারের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীর মাথায় নোড়া দিয়ে আঘাত করে স্বামী। ঘটনাস্থলেই তিনি মারা যান।’
হত্যাকাণ্ডের পর থেকে মুছা পলাতক আছে জানিয়ে ওসি বলেন, তাকে ধরতে অভিযান শুরু হয়েছে। জ্যোৎস্নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।