Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু, ৩৯০ নতুন রোগী শনাক্ত


২২ এপ্রিল ২০২০ ১৫:০১ | আপডেট: ২২ এপ্রিল ২০২০ ১৫:১২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭৭২ জনে।

এ ছাড়া মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট সুস্থ হয়েছেন ৭৫ জন।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. শহীদুল্লাহ।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩২ হাজার ৬৭৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৩৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২-এ।

বুলেটিনের শুরুতে ডা. মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ ও বিতরণের তথ্য তুলে ধরেন। এছাড়া বুলেটিন করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।

 

করোনা টপ নিউজ রোগী শনাক্ত স্বাস্থ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর